করোনা ভাইরাস এর মোকাবিলার জন্য আইনি সচেতনতা বক্সনগরে- Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
৩০ এপ্রিল
শুক্রবার

বক্সনগর প্রতিনিধি:-করুনার দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা ধিরে ধিরে বাড়ছে। মানুষকে রক্ষা করার জন্য একাধিক প্রচেষ্টা নিয়েছে প্রশাসন । সোনামুড়া মহাকুমার বিভিন্ন এলাকার পাশাপাশি বক্সনগর এলাকাতেও যাতে করে সমস্ত মানুষ করোনার টিকা গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা নিচ্ছেন শাসক দল সহ ব্যাবসায়ী সমিতি ও কলমচৌড়া থানার পুলিশ । বৃহস্পতিবার সকাল ১১


ঘটিকায় কলমচৌড়া থানায় শাসক দলের প্রতিনিধি সহ বক্সনগর ব্লকের বিডিও, কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক, এবং বক্সনগর বাজারের বাজার কমিটির সদস্যরা মিলিত ভাবে করুণার দ্বিতীয় ঢেউকে প্রতিহত করার বিষয়ে বহুবিধ সমস্যা ও সন্দেহকে সামনে এনে আলোচনা করেন । উল্লেখিত বিষয়গুলো ছাড়াও এই মহামারির সময় এক শ্রেণীর ব্যবসায়ী মানুষের পকেট কেটে চলছেন।

এই প্রবণতা বন্ধ করার আবেদন করা হয়েছে । এই আলোচনার মূল বিষয় ছিল বক্সনগর বাজারের সমস্ত দোকানগুলো যাতে সন্ধ্যা সাতটার আগে বন্ধ করে দেওয়া হয় । যদি দোকান সাতটার আগে দোকান বন্ধ না করা হয় তাহলে 

আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রাহকরা যদি কোনো পণ্য ক্রয় করতে আসেন তাহলে অবশ্যই মাস্ক পরে আসতে হবে, না হলে উনার কাছে পণ্য বিক্রি করা যাবে না  এমনটাই জানালেন বক্সনগর ব্লক আধিকারিক । প্রত্যেকটি মানুষকে মাস্ক পরিধান করা সহ ব্যক্তিগত দূরত্ব বজায় রেখে চলাচল করার ওপর জোর দেওয়া হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu