পানীয় জলের অভাবে মানুষের হাহাকার অবস্থা- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৩ এপ্রিল
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধি:-ঘটনা কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের পাল কলোনি এলাকায় । প্রকাশ পাল কলোনির সারদার সংঘ ক্লাবের বিপরীত পাশে বিগত এক বছর আগে একটি জলের পাম্প বসানো হয়েছিল আর এই পাম্প মেশিনটি গত ৩ মাস আগে চালু করা হয়েছিল ।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো নতুন পাম্প মেশিন হওয়া সত্যে ও মেশিনের পাইপ দিয়ে জল বের হচ্ছে না । এই পাম্প মেশিন থেকে কলোনির ১০ থেকে ১৫ পরিবার জল পাওয়ার কথা রয়েছে । এই জলের পাম্প মেশিন চালাতে হলে ২০০ ভোল্টেজ প্রয়োজন হয় কিন্তু মেশিন স্টার্ট করলে মাত্র দেড়শ ভোল্টেজ দেখাচ্ছে । শুধু তাই নয় স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এই পাম্প মেশিনের পাইপ যতটুকু বসানোর কথা ছিল ততটুকু বসানো হয়নি ।
সুতরাং সবকিছু মিলিয়ে পাল কলোনি বাসী পানীয় জল থেকে বঞ্চিত । যার দরুন পানীয় জলের জন্য মহিলারা অনেক দূর পর্যন্ত যেতে হয় । পানীয় জলের তীব্র সংকটের কথা মানুষ অনেকবার কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদারকে জানিয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । এলাকাবাসীর দাবি সরকার যেন খুব শীঘ্রই তাদের জলের ব্যবস্থা করে । কাঞ্চনমালা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu