এডিসি ভূক্ত এলাকার অসহায় মানুষদের ভাগ্যের চাকার কি পরিবর্তন হবে?-Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৭ এপ্রিল
বুধবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- ৬ই এপ্রিল এডিসি নির্বাচন সমাপ্ত হলো। কিন্তু এডিসি ভূক্ত এলাকা গুলোতে অসহায় মানুষদের ভাগ্যের চাকা কতটা পরিবর্তন হবে আগামী দিন? তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীন উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের চাকমাঘাটের অনতি দূরে তুইমধু এলাকার 
বাসিন্দা জবেদা বিবি। বিগত বাম আমলে এই এডিসি ভিলেজ মেম্বার সজল মিয়ার কাছে একটি সরকারি ঘর এবং বিপিএল কার্ড পাওয়ার জন্য দাবি জানিয়েছিলেন জবেদা বিবি। কিন্তু দিন, কাল, বছর, পেরিয়ে আবার এডিসি নির্বাচন হয়ে গেলেও জবেদা বিবির ভাগ্যের চাকা ঘুরেনি। বৃদ্ধা জবেদা বিবি ভাঙা কুঁড়ে ঘরে থাকতে হচ্ছে বাধ্য হয়ে। সামনে বর্ষার দিন ঘনিয়ে আসছে, ভাঙা কুঁড়েঘরটি এমন এক বিদীর্ণ অবস্থা যা জবেদা বিবি ভাঙা কুঁড়ে ঘরে থাকাটা দুষ্কর ব্যাপার।
এবার তিনি সরকারি ঘর এবং একটি বিপিএল কার্ড পাওয়ার জন্য বিজেপি আইপিএফটি জোটের নেতৃত্বদের কাছে দাবী জানিয়েছেন। স্থানীয় নেতৃত্বরা ওই অসহায় বৃদ্ধা জবেদা বিবিকে সরকারি ঘর ও বিপি এল কার্ড দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন। তবে এবার কি জবেদা বিবির ভাগ্যের চাকা ঘুরবে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu