বিশালগড় থানার অন্তর্গত চড়িলামে তল্লাশি চালিয়ে উদ্ধ্যার হল গাঁজা ও মাদক দ্রব্য- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৬ এপ্রিল
সোমবার
বিশালগড় প্রতিনিধি:- শনিবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশের গোপন সূত্রের ভিত্তিতে চড়িলাম জাতীয় সড়ক থেকে টিআর০১এএইচ০৭২০ নাম্বার এর একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও মাদক ব্যবসায়ী কবীর হোসেন এবং রাকেশ মিয়া নামের দুই জনকে আটক করেন বিশালগড় থানার পুলিশ।
উভয়ের বাড়ি সোনামুড়ার শ্রীরামপুরে। দীর্ঘদিন ধরে তারা বিদেশে গাঁজা পাচার করতেন গতকাল রাতে বিশালগড় থানার কাছে গোপন সূত্রে খবর আসে সেই খবরের উপর ভিত্তি করে বিশালগড় থানার অফিসার বিজয় দাসের নেতৃত্বে টিএসআর বাহিনী সহ তাদেরকে আটক করেন। 
আজ বিশালগড় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে তাদেরকে তোলা হবে বলে জানান বিশালগড় থানার সেকেন্ড ওসি বিজয় দাস, তিনি বলেন আটককৃত জিনিস এর বাজার মূল্য কয়েক লক্ষ টাকার বেশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu