গুরুতর আহত সপ্তম শ্রেণীর পড়ুয়া এক ছাত্রী-Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
2 এপ্রিল
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:-ঘটনা তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে।ঘটনা বৃহস্পতিবার বিকেল ৪ টা নাগাদ।ঘটনার বিবরণে জানা যায়,তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রী দীপান্বিতা সরকার অন্যান্য দিনের মতো বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি থেকে আসার পথে বিদ্যালয়ের সামনে ছোট একটি চানাচুরের ঠেলার সামনে দাঁড়িয়ে চানাচুর কিনতে যায় ঠিক তখনই বিদ্যালয়ের সামনে থাকা বড় একটি বটগাছের ডালা দীপান্বিতা 

সরকারের পিঠে এবং ঘাড়ে পড়ে যায় এতে দীপান্বিতা গাছের ডালের তলায় পড়ে যায়।ঠিক তখনই ঘটনাস্তলে পার্শ্ববর্তী দোকানদাররা ছুটে এসে দীপান্বিতাকে গাছের ডালের তলা থেকে উদ্ধার করে এবং খবর দেয় বিদ্যালয়ে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিদ্যালয়ের শিক্ষকরা ছুটে আসেন এবং তাকে বিদ্যালয় নিয়ে যাওয়া হয়।আশ্চর্যের বিষয় হলো বিদ্যালয়ের কোন শিক্ষক বা শিক্ষিকা হাসপাতালে যাবেন সেই বাছাই পর্ব করতে করতেই ঘটনাস্থলে কাটিয়ে দেওয়া হয় 

১৫ থেকে ২০মিনিট সময়।যদিও পরবর্তী সময়ে বিদ্যালয়ের ৪ জন শিক্ষক এবং ১জন শিক্ষিকা ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে ছাত্রীর বাইরের দিকে কোন আঘাতের চিহ্ন না থাকলেও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর নমিতা কলই জানায়,এক্স-রে করার পরেই জানা যাবে ইন্টার্নাল কোন আঘাত রয়েছে কিনা। বিদ্যালয়ের তরফ থেকে খবর পাঠানো হয় ছাত্রীর বাড়িতে।ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে যায় দীপান্বিতার সরকারের পরিবারের লোকজন।তবে দীপান্বিতা সরকারের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।বর্তমানে সে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu