নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ১৬ দিন পর্যন্ত লড়াই করার পর জীবনযুদ্ধে হেরে গেল বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী অগ্নিদগ্ধা ঝুমা দে । বুধবার সকাল ৮টা নাগাদ কলকাতার দিশান নামে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঝুমা।
এই আগুন ঝুমার শরীরকে দগ্ধ করে দেয় । সঙ্গে সঙ্গে বিলোনিয়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে এরপর উন্নত চিকিৎসার জন্য কলকাতায় । কলকাতার চিকিৎসকরা , ঝুমা কে চিকিৎসা দিতে পারবেনা বলার পর আবার বিলোনিয়া হাসপাতালে তাকে নিয়ে আসা হয় । এর পর আবার জিবি হাসপাতালে । সেখান থেকে কলকাতাতে নিয়ে যাওয়া হয় ঝুমা কে ।
এতদিন কোলকাতার দিশান নামে একটি বেসরকারি নাসিং হোমে চিকিৎসা রত ছিল ঝুমা । অবশেষে বুধবার সকালে সব সপ্ন ধুলিসাৎ করে দিয়ে ঝুমা পাড়ি দিল ইহ লোকে । ঝুমা বাঁচবে , স্বাভাবিক হয়ে উঠবে তার জীবন । মা বলে ডাক দিয়ে জড়িয়ে ধরবে বুকে ।
ঝুমার মা শচীরানি দে এই স্বপ্ন গুলো নিয়ে পথ দেখেছিল দু চোখে ভরে। কিন্তু সেই স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেল বুধবার সকালে । শুধু ঝুমার মা নয় , আপাময় রাজ্যবাসীও অগ্নিদগ্ধ ঝুমা সুস্থ হয়ে উঠার কামনার দোয়াও বিফল হয়ে গেল । দীর্ঘ ১৬ দিন পর্যন্ত জীবন যুদ্ধে লড়াই করার পর ঝুমা হেরে যাওয়ার খবর রাজ্যে পৌঁছতেই শোকে মুহ্যমান হয়ে পড়ে রাজ্যবাসি ।
0 মন্তব্যসমূহ