সবুজ ত্রিপুরা
০২ মার্চ ২০২১
মঙ্গলবার
নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মঙ্গলবার বিকেলে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করলো উপজাতি স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি নির্বাচনের দিনক্ষণ । যদিও ২০২০ ইং সালের মে মাসেই এডিসি এলাকায় নির্বাচন হওয়ার কথা ছিল ।কিন্তু করোনাকালীন পরিস্থিতির কারণে নির্বাচন হয়নি। বর্তমানে এডিসি এলাকা রাজ্যের মাননীয় রাজ্যপালের তত্ত্বাবধানে রয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সাথে কেবলমাত্র দুইজন থাকতে পারবেন। সাথে দুই এর অধিক যাানবাহ ব্যবহার করা যাবে না ।৪ এপ্রিল সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ।ভোট গণনা ৮ এপ্রিল সকাল ৮টা থেকে শুরু হবে । আগামী ১৩ এপ্রিলের মধ্যে গোটা এলাকা নির্বাচনী বিধির যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হবে। এবং কোভিড বিধি মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
0 মন্তব্যসমূহ