পিতার মৃত্যুর পর প্রাপ্ত সম্পত্তি পাওয়ার জন্য বাংলাদেশের হাই কমিশনার এর দ্বারস্থ সন্তান - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 
২০ জানুয়ারি ২০২০  
বুধবার

বিশালগর প্রতিনিধিঃ- পিতার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি পাওয়ার জন্য বাংলাদেশের হাই কমিশনার এর দ্বারস্থ সন্তান। জানা যায়  মৃত ভানু ভূষণ দত্ত রাজ্যের বিশালগড় থানা দিন বিশালগড় পৌর পরিষদ এর একজন ভারতীয় নাগরিক  কিন্তু বিগত সময়ে স্ব পরিবার নিয়ে বাংলাদেশের কুমিল্লা জেলার নগর পার বাজারের পাশে বসবাস করতেন এবং ওয়ারিশ হিসাবে পাওনা ভূমি দাবি করায় তাদের  নিকট আত্মীয় নিলিমা মজুমদার কিছু ভাড়া করা সন্ত্রাস দাঁড়া তাদেরকে ভয় দেখায় বলে অভিযোগ।

এমনকি বাংলাদেশের বাড়ি ছেড়ে ত্রিপুরায় চলে আসেন এমনটাই জানালেন পরিবারের সদস্যরা। 


বর্তমানে পিতার মৃত্যুর পর ভারতীয় আইন অনুযায়ী  আর এস/সি এআ  খতিয়ান হিসাবে পিতা-মাতার ওয়ারিশ সূত্রে সন্তানগণ উক্ত জমির মালিক এবং এই জমি পাওয়ার জন্য বাংলাদেশের হাই কমিশনের দ্বারস্থ হলেন। 


সন্তানরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান তাদের ন্যায্য সম্পত্তি  পাইয়ে দেওয়ার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu