প্রতীক্ষার অবসান ঘটিয়ে করোনা ভেকসিন দেওয়া শুরু হল বিশালগড় মহাকুমা হাসপাতালে - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 

১৬ জানুয়ারি ২০২০  
শনিবার

বিশালগড় প্রতিনিধিঃ

আজ দীর্ঘ ১০ মাস পর সারা বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাস এর কবলে, ঠিক সেই সময়ই করোনা নামক মহামারী থেকে মুক্তি পাওয়ার যে প্রতিষেধক সেটি তৈরি করার ক্ষেত্রে ভারত এগিয়ে রয়েছে। আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে করোনা মহামারীর প্রথম ভেকসিনেসন শুরু হল সিপাহীজলা জেলার বিশালগড় মহাকুমা হাসপাতালে। এই হসপিটালের কর্মরত জয় চক্রবর্তীকে দিয়ে শুরু হয় প্রথম ভ্যাকসিনেশন কার্যক্রম।

ভ্যাকসিন দেওয়ার প্রাথমিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ডি এম ও জ্যোতির্ময় দাস, সি এম ও রঞ্জন বিশ্বাস , সিপাহী জলা জেলাশাসক শ্রী বিশ্বেশ্বরী বী, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস মহোদয়,বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য সহ আরো অন্যান্য আধিকারিক গন।

আজকে সর্বমোট ১২৩ জন কে এর ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তারপর প্রত্যেকদিন ১০০ জন ব্যক্তিকে এই ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন সিএমও রঞ্জন বিশ্বাস।আজকে বিশালগড় মহকুমা হাসপাতালেই ভ্যাকসিন দেওয়ার কে কেন্দ্র করে জনগণের মধ্যে একটা আনন্দ উৎস উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu