সবুজ ত্রিপুরা
বক্সনগর প্রতিনিধিঃ ঘটনাটি ঘটে বক্সনগর নয়নজলা এলাকায়। প্রথমে উপস্থিত জনতার রোষের কবলে পড়লেও, সাংবাদিক এর উপস্থিতিতে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচিয়ে চোরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল আনুমানিক সাত ঘটিকায় কলমচৌড়া থানাধীন নয়নজলা এলাকার খোকন মিয়ার একটি গরু রাস্তার পাশে বাঁধা অবস্থায় ছিল। সেখান থেকে রহিমপুর এলাকার কামাল হোসেন নামে এক ব্যক্তি গরুটিকে নিয়ে রহিমপুর এলাকায় যায় এবং গরুটিকে বাংলাদেশে পাচারের জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। কিন্তু সিমান্তে বি এস এফের তৎপরতার কারনে গরুটিকে বাংলাদেশে পাচার করতে না পেরে রহিমপুর এলাকার একটি জঙ্গলে বেঁধে রাখে।
পরবর্তী সময়ে গরুর মালিক এলাকার লোকজন সহ গরুটিকে খোঁজতে গিয়ে কামাল হোসেন সহ গরু টিকে জঙ্গলের মধ্যে দেখতে পায় । ফলে জঙ্গল থেকে গরু সহ কামাল হোসেনকে আটক করে নয়নজলা এলাকায় ধরে আনা হয়। পরবর্তী সময়ে সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং চোরকে জনতার কাছ থেকে সরিয়ে কলমচৌড়া থানার হাতে তোলে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ