কৃষক আন্দোলন কে নিয়ে সি পি আই এমের সংগতি সভা - Sabuj Tripura News
০৫ জানুয়ারি ২০২০
মঙ্গলবার
বিশালগর প্রতিনিধিঃ সিপিএমের ডাকে কৃষক আন্দোলন কে নিয়ে এক সংগতি সভা অনুষ্ঠিত হয় কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে। সভা অনুষ্ঠান প্রাঙ্গণে ছিল পুলিশের ব্যারিকেড। পুলিশের ব্যারিকেড এর মাধ্যমে দুপুর ২ টা থেকে সভা শুরু হয়।
যদিও সেই সভায় সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সিপি আই এমের কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
সিপিএমের সংহতি সভায় উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী,কমলাসাগর অঞ্চল কমিটির সম্পাদক কৃষ্ণপদ ভৌমিক মধুপুর অঞ্চল কমিটির সম্পাদক জোটন রায় সহ বাম সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।
কোন মন্তব্য নেই