আগরতলার একাধিক থানা ও নাকা পয়েন্ট এড়িয়ে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ জালে কোটি টাকার গাঁজা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 
১৪ ডিসেম্বর ২০২০  
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ গোপন খবরের ভিত্তিতে  নেশা বিরোধী অভিযানে এবার বড়ো সড়ো সাফল্য পেলো খোয়াই জেলার ট্রফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ। তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে আগরতলা থেকে টি আর ০১ কিউ ১৯১৩ নম্বরের একটি গাড়িতে করে  বহি রাজ্য আসামের উদ্দেশ্যে গাঁজা যাচ্ছে। 

সেই খবর মোতাবেক হাওয়াই বাড়ি নাকা পয়েন্টের সামনে উৎপেতে বসে থাকে খোয়াই জেলার ট্রফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ। আর তাতেই আসে সাফল্য। 


প্রায় ৮০০ কেজি শুকনো গাঁজা সহ গাড়ির চালক শিবু সরকার (২৭) বাবা সুকুমার সরকার কে হাতেনাতে পাকড়াও করে, পার্শ্ববর্তী এসপিও ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকার উপরে। 


তবে শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে, রাজধানী আগরতলা শহরের এতগুলো থানা,  নাকা পয়েন্ট থাকা সত্বেও কিভাবে  গাঁজা বোঝাই গাড়িটি  হাওয়াই বাড়ি এলাকায় এসে ধরা পড়ল।তবে ঐ থানা গুলির পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu