১২ ডিসেম্বর ২০২০
শনিবার
বিশালগর প্রতিনিধিঃ ফের চুরির ঘটনা ঘটল গকুলনগর স্থিত রামকৃষ্ণ শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে। জানা যায় গতকাল রাতে গকুলনগর রামকৃষ্ণ শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে হানা দেয় চোরের দল। স্কুলের দরজার তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে বেশকিছু সরঞ্জাম নিয়ে পালিয়ে যায় চোরের দল।
আজ সকাল বেলা মর্নিং সেকশন যখন স্কুলে গিয়ে দেখতে পায় স্কুলের দরজার তালা ভাঙ্গা।
তখন মর্নিং সেকশনের এক শিক্ষক তৎক্ষণাৎ হেডমাস্টার জহর ভৌমিককে ফোনের মাধ্যমে জানায় তিনি সঙ্গে সঙ্গে বিশালগড় পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে ইনফর্ম করেন ঘটনাস্থলে পুলিশ এসে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেন।
উল্লেখ্য আজ থেকে ৯ মাস আগে রামকৃষ্ণ শিশু নিকেতন স্কুলে চুরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মহাশয়।
0 মন্তব্যসমূহ