Ad Code

Responsive Advertisement

বন্য দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ট এলাকাবাসী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৭ ডিসেম্বর ২০২০  
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ফের বন্য দাঁতাল হাতি তাণ্ডব চালালো তেলিয়ামুড়া থানাধীন কপালি টিলা এলাকায় রাতের অন্ধকারে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ। হাতির উন্মক্ত তাণ্ডব প্রত্যক্ষ করে এক নাবালক অজ্ঞান হয়ে পড়ে। 

হাতির তাণ্ডবে গোটা কপালি টিলায় যখন মানুষজনের দৌড়ঝাঁপ চলছে তখনি ঘটনাস্থলে যায় বনকর্মীরা কিন্তু হাতি তাড়ানোর কায়দা-কৌশল প্রয়োগ করেও বনকর্মীরা হতাশ হয়ে পড়েন। 


এরইমধ্যে বনকর্মী এবং উত্তেজিত গ্রামবাসীদের মধ্যে সামান্য কিছু বাকবিতণ্ডা ও হয়। কিন্তু  বন্য দাঁতাল হাতি তাদের নিজস্ব ঘরনায় বাড়িঘর ভাঙচুর, কৃষিজ ফসলের ধ্বংস লীলা চালায়। বন্য হাতির তাণ্ডবের ভয়ে এক নাবালক অজ্ঞান হয়ে পড়ে। 


যদিও এলাকাবাসীর প্রচেষ্টায় ঐ নাবালকের জ্ঞান ফিরে আসে। বন্যহাতির তাণ্ডবের বাড়বাড়ন্তে কপালি টিলা, কৃষ্ণ পুর,  মধ্য কৃষ্ণপুর,  কৃষ্ণপুর পুরাতন বাজার,  বর লুঙ্গা এবং  বালু ছড়া এলাকা গুলির মানুষজন অতিষ্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য

Close Menu