০৪ ডিসেম্বর ২০২০
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ নেশা বিরোধী অভিযানে সাফল্য তেলিয়ামুড়া থানার পুলিশের। তেলিয়ামুড়া থানার পুলিশ অন্যান্য দিনের মতো হাওয়াই বাড়ি এলাকায় নাকা চেকিংয়ে বসে সকাল ৬:০০ টা নাগাদ।
এমন সময় টি আর ০১বি এইচ ০৫৫১নম্বরের একটি অল্টু গাড়িতে করে ছয়টি বস্তায় ভরে দেশী মদ নিয়ে তৈদু থেকে আগরতলা যাওয়ার পথে সন্দেহবশত হাওয়াই বাড়ি এলাকায় তেলিয়ামুড়া থানার হেড কনস্টেবল দুলাল বিশ্বাসের নেতৃত্বে পুলিশ গাড়ি টি তল্লাশি চালায়।
পুলিশ গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রচুর দেশী মদ আটক করে। সেইসাথে আটক করে গাড়ির চালক রিয়াজ কাইপেং- ও গাড়িটিকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসেন।
0 মন্তব্যসমূহ