কমলাসাগর বিধানসভার অন্তর্গত অভয়া আশ্রমের দিব্যাঙ্গ দের মধ্যে হুইল চেয়ার বণ্টন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 
২৩ ডিসেম্বর ২০২০  
বুধবার

বিশালগর প্রতিনিধিঃ আজ বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার গোকুলনগর উওম চৌমুহনি এলাকায় অভয়া আশ্রমের দিব্যাঙ্গ দের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি অন্তরা দাস এবং সিপাহী জলা জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ সাহা, অভয়া আশ্রম এর কর্ণধার শ্যামল দেব সহ অন্যান্যরা।ঐ দিন  অনুষ্ঠানে ১৮ জন দিব্যাঙ্গ দের হাতে হুইল চেয়ার প্রদান করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu