২১ নভেম্বর ২০২০
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ কোভিড ১৯ অতিমারি-আত্মনির্ভর ভারত সমবায়। এই ভাবনাকে সামনে রেখে খোয়াই জেলা ভিত্তিক সমবায় সপ্তাহ ২০২০, পালন করা হয় শুক্রবার তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়াস্থিত চিত্রাংগদা কলা কেন্দ্র তথা টাউন হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। দুইটি পর্বে অনুষ্ঠানে ছিল রক্ত দান শিবির ও আলোচনা চক্র। সকাল ৯ টায় রক্তদান শিবিরের উদ্ভোদন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
এর পর বেলা এগারোটায় শুরু হয় আলোচনা চক্র। উক্ত আলোচনা চক্রের উদ্বোধন করেন বিধান সভার মুখ্য সচেতক কল্যানী রায়।
এছারাও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক অতুল দেববর্মা, পুরপিতা নীতিন কুমার সাহা সহ অন্যান্যরা।
আলোচনা করতে গিয়ে উপস্থিত অতিথিগন সমবায়ের মাধ্যমে আর্থিক নিবেশ ও ডিজিটাল লেনদেন ও সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
0 মন্তব্যসমূহ