HeadLogo

দিন দুপুরে পুকুরে ডুবে অকাল মৃত্যু হল এক যুবকের - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৩ নভেম্বর ২০২০  
মঙ্গলবার          

ধর্মনগর প্রতিনিধিঃ দিন দুপুরেই বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনা ধর্মনগর পূর্ব চন্দ্রপুর এলাকায় ৫নম্বর ওয়ার্ডে। জানা গেছে পানিসাগর মহকুমার তিলথৈ বেতাঙ্গির বাসিন্দা রূপক নাথ এবং তার পিতা বিরেস নাথ বিগত কিছুদিন যাবত ধর্মনগর পূর্ব চন্দ্রপুরে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। সোমবার দুপুর নাগাদ কোন এক কারণে ভাড়া বাড়ির পুকুরে গেলে রুপক আর ফিরে আসে নি। 

ঘন্টা খানেক অতিক্রান্ত হবার পর রূপকের পিতা বিরেস নাথ তাকে খোঁজাখুজি শুরু করেন। পরিবর্তিতে বাড়ির পুকুরের জলে তার দেহ ভাসতে দেখা যায়। সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর দমকল বাহিনীকে। 


দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি ঘটনা স্থলে পৌছায় এবং রুপক নাথের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুপক নাথ কে মৃত বলে ঘোষনা করেন। 


পিতা বিরেস নাথ জানিয়েছেন রুপক শারিরীক ভাবে অসুস্ত ছিল। সম্ভবত পুকুরে যাওয়ার পরে শারীরিক অসুস্থতার কারণেই জলে পরে তার মৃত্যু হয়। সোমবার দুপুরে ময়না তদন্তের পরে মৃত দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

কোন মন্তব্য নেই