কাকভোরে ব্যারাকের মধ্যে হূদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু - Sabuj Tripura News

 


সবুজ ত্রিপুরা
১০নভেম্বর ২০২০  
মঙ্গলবার          

বিশালগড় প্রতিনিধিঃ বিশালগড় থানার পুলিশ ব্যারাকের মধ্যে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অনিল কৃষ্ণ দাস (৪২) নামে এক সেন্ট্রির।

খবরে জানা যায় মঙ্গলবার সকাল ছয় ঘটিকায়  নিজের কর্তব্য শেষ করে পুলিশ ব্যারাকের মধ্যে শুতে জান অনিল কৃষ্ণ দাস(৪২), সকাল হলে উনার সহকর্মীরা উনাকে ব্যারাকের মধ্যে ডাকতে যান তখন উনি কোন রকম সাড়া দেননি তারপর অন্যান্য পুলিশ কর্মীরা থানার বড়বাবুকে ডেকে আনেন দেখেন উনি কোনো সাড়া দিচ্ছেন না।


উনার বাড়ি সেকেরকোট পান্ডেবপুর এলাকায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হূদরোগে আক্রান্ত হয়ে উনার মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় অনিল কৃষ্ণ দাসের পরিবারের কে। পরিবারের লোকেদের উপস্থিতিতে ব্যারাক থেকে উনাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান কর্তব্যরত চিকিৎসক অনিল কৃষ্ণ দাসকে মৃত বলে ঘোষণা করেন।অনিল কৃষ্ণ দাসের মৃত দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়।


উনার আকস্মিক মৃত্যুতে সহ কর্মীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।যদিও অনিল কৃষ্ণ দাসের আকস্মিক মৃত্যুর ব্যাপারে বিশালগড় থানার বড়বাবু কোন রকম মুখ খুলতে নারাজ  ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ আধিকারীকদের অভিমত।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu