দু'মাস অতিক্রান্ত হওয়ার পর ভাইস চেয়ারম্যান এর আসন অলংকৃত হলো - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৭ অক্টোবর ২০২০ 
বুধবার 

পানিসাগর প্রতিনিধিঃ গত প্রায় দু মাস পূর্বে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির  ভাইস চেয়ারপারসন নারায়ণ নাথ চৌধরী  পদত্যাগ করার পর, প্রায় দুই মাস পানিসাগর আর ডি ব্লকের ভাইস  চেয়ারপারসন আসন খালি থাকার পর, আজ  ভাইস চেয়ারম্যান পদে  নিযুক্ত হন যুবরাজনগর বিধানসভা থেকে  নির্বাচিত পানিসাগর  পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষীকান্ত দাস। আজ বেলা ১২ ঘটিকায় পানিসাগর আর ডি ব্লকের সমিতি হলে অনুষ্ঠিত হয় ভাইস চেয়ারম্যান নিয়োগ নির্বাচন। আজকের নির্বাচনে মোট আট জন পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত ছিলেন। 


জেলা পঞ্চায়েত অফিসার গৌতম চৌধুরীর  নেতৃত্বে আজ পানিসাগর ভাইস চেয়ারম্যান পদের পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়। সাথে উপস্থিত ছিলেন পানিসাগর মহাকুমার ডেপুটি কালেক্টর রাজু দেব, এসিস্ট্যান্ট ডাইরেক্টর দিলীপ নাথ , পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস ও ত্রিপুরা স্টেট প্রেসিডেন্টের ক্ষনিকের দায়িত্ব নিয়ে উপস্থিত ছিলেন সুমিত দে। পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সভা কক্ষে প্রবেশ করেন পানিসাগর মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি ধনঞ্জয় দাস, পানিসাগর ব্লক কডিনেসন কমিটির চেয়ারপারসন অমিত দত্ত সহ আরো অন্যান্যরা।


তৎপর , আজকের ভাইস চেয়ারপার্সন নির্বাচনের পরিচালক ডেপুটি পঞ্চায়েত অফিসার গৌতম চৌধুরী নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান লক্ষীকান্ত দাস কে শপথ বাক্য পাঠ করান এবং উনার ভাষণ প্রদানে  আজকের নির্বাচনের কাজ সমাপ্তি ঘোষণা করা হয়।পরমুহূর্তে সংবাদ প্রতিনিধি দের পক্ষ থেকে নবনির্বাচিত পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন লক্ষীকান্ত দাস ও  চেয়ারম্যান সঞ্জয় দাস এর সাথে কথা বলে জানা যায় লক্ষীকান্ত দাস  মোট সাত টি ভোট পেয়ে আজকে নির্বাচনে জয়ী হন। 


নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান লক্ষীকান্ত দাস আগামী দিনে পানিসাগর পঞ্চায়েত সমিতির সকল সদস্যদের কে নিয়ে উনারা গোটা  ত্রিপুরার মধ্যে পানিসাগর আইডি ব্লককে একটি মডেল ব্লক  হিসেবে নির্মাণ করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান। এখন দেখার বিষয় নবনির্বাচিত ভাইস চেয়ারপারসন সহ গোটা পঞ্চায়েত সমিতি পানিসাগর এলাকাবাসীর কাছে তাদের প্রতিশ্রুতি কতটুকু বজায় রাখতে পারেন। সাথে সাথে আজকের ভাইস চেয়ারম্যান পদে লক্ষীকান্ত দাস এর মত সমাজসেবী তথা দায়িত্ববান ব্যক্তি নিযুক্ত হওয়ায় উন্নত থেকে উন্নতর  কাজ হবে বলে এলাকাবাসি আশা ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu