পানিসাগর প্রতিনিধিঃ ভারত বর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষকদের কল্যানার্থে কৃষি বিলের সমর্থনে ধন্যবাদ রেলী অনুষ্ঠিত হয় আজ দুপুর বারো ঘটিকায় পানিসাগর বাজারে। উক্ত রেলীটি প্রথমেই শুরু হয় পানিসাগর বিজেপি মন্ডলের সম্মূখ থেকে। পরবর্তীতে সমগ্র বাজার পরিক্রমা করে পানিসাগর বাজারের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় এসে একটি পথসভার মাধ্যমে মিলিত হয়।
উক্ত রেলীতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং টমার কেও শুভেচ্ছা যানানো হয়। এতে উপস্থিত ছিলেন উওর জেলার সভাধিপতি শ্রীযুক্ত ভবতোষ দাস মহাশয়।
এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পানিসাগর বিজেপি মন্ডলের সহ সভাপতি সুব্রত দেব নাথ, পানিসাগর মন্ডলের সাধারন সম্পাদক ধনঞ্জয় দাস, জেলা সম্পাদক অমিত দও, জেলা সম্পাদক ধনঞ্জয় নাথ এবং জেলা সাধারণ সম্পাদক সুমিত দে মহাশয় সহ বিজেপি অন্যান্য সক্রিয় সদস্য বৃন্ধ।
একে একে সকল অতিথি গন কেন্দ্রীয় ও রাজ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন মূখি কর্মজজ্ঞের সফলতা নিয়ে আলোচনা করেন। সভাপতির ভাষনের মধ্য দিয়ে উক্ত রেলীর কাজ সম্পন্ন করা হয়।
0 মন্তব্যসমূহ