ধর্মনগর প্রতিনিধিঃ নিজ বাড়িতে ফাঁসিতে আত্নঘাতী রিংকু ধর নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। ঘটনা বুধবার রাত আনুমানিক ১১ টা নাগাদ। তার বাড়ি ধর্মনগর মহকুমার বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে।
কি কারণে এই আত্মহত্যা ঘটনার তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ। তবে প্রাথমিক ভাবে জানাগেছে। মৃত টিংকু ধর পেশায় একজন বাই সাইকেল মেকার ছিলেন। ওনার একমাত্র পুত্র নানান নেশায় ডুবে থাকেন প্রায়শই।
শুধু নেশাই না বহু বার সাইকেল সহ অন্যান্য বহু কিছুই চুরির দায়ে মানুষের হাতে ধরা পরেছে। এই বিষয়ে সমাজের কাছে অপমান বোধ করতেন পিতা রিংকু ধর। ধারণা করা হচ্ছে পুত্রের বিভিন্ন অনৈতিক কার্যকলাপের জ্বালা সহ্য করতে না পেরে রাগে অপমানে আত্মহত্যার পথ বেছে নেন রিংকু ধর।
বুধবার রাতে মৃতদেহ ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে রাখার পর বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ