তেলিয়ামুড়া প্রতিনিধিঃ যোগাযোগের মাধ্যম যতটা ভালো হবে এলাকার উন্নয়ন ও ততটা সুদূর প্রসারি হবে। এলাকার মানুষজনের অর্থনৈতিক পরিকাঠামোর মানও অনেকটাই পাল্টে যাবে। কিন্তু বিগত ২৫ বছরের বাম জমানায় সরকার ঐ সময়ে কতটা উন্নয়নের কাজ করেছে তার বাস্তব চিত্র পাওয়া গেল, তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তগর্ত সুদ্দূকর করী এডিসি ভিলেজের চরন মণি পাড়া থেকে।
ঐ এলাকায় সরকারি অনুদান প্রাপ্ত একটি বিদ্যালয় ও রয়েছে, যা জিত্তন হীল এস.বি স্কুল। এলাকার রাস্তাঘাটের এতটাই করুন অবস্থা যে পথচারী থেকে শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচল করতে অসুবিধার সম্মুখীন হতে হয়।
ঐ চরণ মনিপাড়ার রাস্তায় কিছু কিছু অংশে ইট সলিং হলেও রাস্তার অধিকাংশ জায়গায় ইট সলিং পর্যন্ত হয়নি। কাঁচা রাস্তা দিয়েই পথচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচল করতে হচ্ছে।
বর্ষার দিন গুলিতে ওই রাস্তার অবস্থা করুণ থেকে করুণা তোর আকার ধারণ করে। যানা গেছে ওই রাস্তাটি পূর্ত দপ্তরের অধীনে থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে রাস্তার বেহাল দশা বর্তমানেও বহাল রয়েছে।
0 মন্তব্যসমূহ