ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে যোগদান সভা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৩ জুলাই, ২০২০
শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ত্রিপুরা প্রদেশ সভাপতি পীযূষ বিশ্বাসের উপস্থিতিতে  তেলিয়ামুড়ার স্থানীয় এক  গেস্ট হাউসে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত এই সভায় ১১৭ পরিবারের ৪৮৩ জন ভোটার বর্তমান শাসক বিজেপি এবং সিপিআইএম থেকে কংগ্রেস দলে শামিল হয়।
সেখানে বিজেপি দল ছেরে ২৭০ জন ভোটার, এবং সিপিআইএম দল ত্যাগ করে ২১৩ ভোটার কংগ্রেস দলে যোগ দান করেন। তাছাড়া এই যোগদান সভায় সিপিআইএমের যুবনেতা তথা অঞ্চল কমিটির  সদস্য ভাস্কর রায় সরকার, প্রদীপ গোপ, 

জহওর দাস সহ সিপিআইএমের প্রথম সারির তিনজন নেতৃত্ব কংগ্রেসে যোগদান করেন। এছাড়াও বিজেপি দলের ৫ জন পৃষ্ঠা প্রমুখ শান্তনু রায়, পার্থপ্রতিম নাথ, বিজয় দাস, সীমা রানি দাস এবং হরিপদ দাস ও কংগ্রেস দলে যোগদান করেন।এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক রাজ্যেশ্বর দেববর্মা, 

প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পুজন বিশ্বাস, কংগ্রেস নেতৃত্ব বাপ্টু চক্রবর্তী  সহ খোয়াই জেলার যুব কংগ্রেস  সভাপতি অনির্বাণ সরকার, নেতৃত্ব কমল সরকার, পি সি সি সদস্য প্রদীপ রায় , তেলিয়ামুড়া প্রাক্তন বিজিত প্রার্থী গৌরী শংকর রায় প্রমুখ।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu