সরকারি কর্মচারী সংঘের উদ্যোগে আরোগ্য ছত্র নামে স্বাস্থ্য শিবিরের আয়োজন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৩ জুলাই ২০২০
বৃহস্পতিবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ সারা ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারী সংঘ তেলিয়ামুড়া বিভাগের  পক্ষ থেকে ভারতীয় মজদুর সংঘের ৬৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চাকমা ঘাট স্থিত টিএসআর  ক্যাম্প সংলগ্ন স্থানে আরোগ্য ছত্র নামে একটি স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
 
উক্ত  শিবিরে এলাকার মানুষজনদের মধ্যে  ARSE  ICUM ALBUM  নামের ঔষধ সকলের মধ্যে প্রদান করা হয়। যাতে সমাজের প্রত্যেকটি মানুষ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। এদিনের এই স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন বিশু দেববর্মা, নিকুঞ্জ সরকার, পাপড়ি ভট্টাচার্য সহ অন্যান্যরা। 

এদিন এই অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উনারা জানান যে মূলত এই ঔষধ বিলি এর  মূল উদ্দেশ্য হলো সমাজের সবাই যাতে বর্তমান করুনা মহামারীর সময়ে সুস্থ থাকে এবং ভালো থাকে এই উদ্দেশ্য নিয়েই আজকের এই স্বাস্থ্যবিষয়ক শিবির। 

তাছাড়া আরো জানান তারা  আজ সকালে ভারতীয় মজদুর সংঘের তেলিয়ামুড়া অফিসেও সকল  সদস্যদের মধ্যেও এই ঔষধ প্রদান করেন। বর্তমান সময়ে এই রকমের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সকল অংশের মানুষজন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu