মুখ্যমন্ত্রীর নিকট ১৮ দফা দাবি আমরা বাঙালীর - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা, 
১ জুন, ২০২০
সোমবার


পানিসাগর প্রতিনিধি: গত শনিবার সকাল এগারো ঘটিকায় "আমরা বাঙালী" পানিসাগর ব্লক কমিটির উদ্যোগে পানিসাগর বিডিও  মারফত ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট করোণা ভাইরাসের ফলে উৎপন্ন সমস্যা ও জনস্বার্থ সম্পর্কিত স্থানীয় সমস্যার সমাধানের জন্য মোট ১৮ দফা দাবিতে স্মারকলিপি  প্রদান করেন। তাতে উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য কমিটির সদস্য - অরুণ নাথ,  জেলা কমিটির সদস্য - সুসেন্দ্র  মালাকার,  ব্লক কমিটির সদস্য বিনোদ নাথ ও নকুল দেবনাথ। স্মারকলিপি প্রদান শেষে সংবাদ প্রতিনিধি কে নকুল দেবনাথ জানান যে-  আমরা বাঙালি দলের পক্ষ থেকে বর্তমান বিশ্বে ত্রাস সৃষ্টিকারী করোণা ভাইরাসজনিত বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তকে সম্পূর্ণ মান্যতা দিয়ে তৎসম্পর্কিত কিছু সমস্যা এবং অত্র এলাকার বিভিন্ন স্থানীয় সমস্যা তুলে ধরা হয়। সমস্যা গুলির মধ্যে বিশেষত,  করোনা ভাইরাস এর জন্য যে লকডাউন চলছে তাতে কৃষিপণ্যের দাম তলানিতে চলে যাওয়ায় ক্ষুদ্র তথা প্রান্তিক কৃষক সহ সকল শ্রেণীর কৃষিজীবী মানুষেরা এখন চরম বিপদের সম্মুখে। এই অবস্থায় কৃষককে শিল্পের মর্যাদা,  শিল্পপণ্যের মতই কৃষিপণ্য নির্দিষ্ট দাম বেঁধে দেওয়ার দাবি রাখেন এবং ত্রিপুরাতে এখন পর্যন্ত উগ্রপন্থী আক্রমণে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত বাঙালিদেরকে পুনর্বাসনে ব্যবস্থা না করে মিজোরাম থেকে আসা রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া চলবে না। আরও বলেন যে শহর থেকে গ্রাম সর্বত্র কালোবাজারি বন্ধ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেঁধে দিতে হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা গ্রহণ  করতে হবে ।

মোট ১৮ দফা দাবি নিয়ে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এর নিকট তাদের আবেদনটি স্থানীয় ভিডিও মহাশয় এর  হস্তে তুলে দেন । তাদের বিশ্বাস তাদের এই দাবি গুলো ত্রিপুরার বর্তমান সরকার জনস্বার্থে অতিসত্বর সাদরে গৃহীত করবেন।
ছবিঃ রমাকন্ত নাথ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu