স্ব-উদ্যোগেই আজ স্ব-নির্ভর, ঝাড়ু কারখানার কর্ণধার স্বরূপ চৌধুরী - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
১৬ জুন ২০২০
মঙ্গলবার

ধর্মনগর প্রতিনিধি ঃবর্তমানে  গোটা দেশেই  কর্মসংস্থানের অভাব রয়েছে । যদিও বর্তমান কেন্দ্রীয় সরকার  বিভিন্ন  প্রকল্পের মাধ্যমে  যুবকদের  কর্মসংস্থানের চেষ্টা করে চলেছে। কিন্তু এরি মধ্যে ধর্মনগর  হাফলং অঞ্চলের বাসিন্দা স্বরূপ চৌধুরী তার ঝাড়ু তৈরির কারখানার মাধ্যমে নিজের প্রচেষ্টায় স্বনির্ভর হয়ে উঠেছে।
ওনার ঝাড়ু তৈরির কারখানা "সন্ধ্যা ট্রেডিং কোম্পানি " -র এখন ধর্মনগরের একটি অতি পরিচিত নাম। স্বরূপ চৌধুরী  জানিয়েছেন প্রায় ১০ বছর যাবত উত্তর জেলা ও ধলাই জেলার বিভিন্ন  প্রান্ত থেকে ঝাড়ুর ফুল সংগ্রহ করে হাফলং স্থিত  কারখানাতে নিয়ে আসেন। এই কারখানায় উনার অধীনে প্রায় 20 থেকে 25 জন শ্রমিক কাজ করে নিজেদের সংসার চালান। এই কারখানায় তৈরি হওয়া ঝাড়ু গোটা উত্তর জেলা ও ধলাই জেলার সাথে সাথে রাজ্যের  অন্যান্য প্রান্তে এই পাঠানো হয়। 


উনার কারখানার তৈরি ঝাড়ুর বাজারে বেশ চাহিদা রয়েছে। এই ঝাড়ুর কারখানা দিয়েই ধর্মনগরের স্বরূপ চৌধূরী আজ  সম্পূর্ণ স্বনির্ভর ।ওনার এই  প্রকল্পে সফল হওয়ায় আগামীতে অনান্য যুবকরাও বিভিন্ন প্রকল্প নিয়ে সফলতার দিকে এগিয়ে যাবে বলেই অভিজ্ঞ মহলের ধারনা ।

ছবি স্বরুপ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu