বিদ্যুতে লাইন সারাই করতে গিয়ে আহত বিদুৎকর্মী- Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
৭ জুন, ২০২০                  
রবিবার

চুরাইবাড়ি প্রতিনিধি: বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে গুরুতর আহত এক অস্থায়ী বিদুৎ কর্মী। ঘটনা পশ্চিম ইছাই লালছড়া এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন পশ্চিম ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের টুলগাঁও এলাকায় শুক্রবার রাতে বিদ্যুৎ লাইনের উপর কিছু বাঁশ পরেছিল। তাই রাত থেকেই সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। শনিবার সকাল থেকেই ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের আওতাধীন পশ্চিমী ইছাই লালছড়া এলাকার সাব কন্ট্রেকটার সুশীল নাথের নেতৃত্বে অস্থায়ী কর্মীরা বিদ্যুৎ লাইন সারাই এর কাজে হাত লাগান। সকাল আনুমানিক ১০ টা নাগাদ ঐএলাকার বিদ্যুতের লাইন সারাই করে টুলগাঁও এলাকায় লালছড়া-বকবকি প্রধান সড়কের পাশে ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের একজন অস্থায়ী কর্মী মানিক দাস() পিতা খোকা দাস একটি মই নিয়ে বিদ্যুতের খুঁটীতে চড়ে বিদ্যুতের লাইনে থাকা বাঁশ সরাতে থাকেন। আচমকা বিদ্যুতের খুঁটির উপরে মই থেকে পা পিছলে উনি নিচে অর্থাৎ পিচ রাস্তার উপর পড়ে মাথা ফেটে গুরুতর আহত হয়।

ঘটনা স্থলে উপস্থিত অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে খবর দেন প্রেমতলা দমকল বাহিনীকে।দমকল বাহিনীর গাড়ী ঘটনা স্থলে ছুটে গিয়ে গুরুতরভাবে আহত মানিক দাসকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালেই আশংকাজনক অবস্থায় চিকিৎসা চলছে মানিক দাসের। কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা গেছে, খুঁটির উপর থেকে পিচ রাস্তায় পড়ে মানিক দাসের মাথা ফেটে গিয়েছে। তাছাড়া শরীরের বুক ও পিঠে গুরুতর চোট লেগেছে।পাশাপাশি আরও জানা যায় অস্থায়ী বিদ্যুৎ কর্মীর বাড়ি পশ্চিম ইছাই লালছড়া ২ নং ওয়ার্ডে। এদিকে কদমতলা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu