সোনামুড়া বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও এনএস এস ইউনিট এর উদ্যোগে সচেতন কর্মসূচী - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা

৩০ মে২০২০

সোনানামুড়া প্রতিনিধিঃ বিশ্ব জোড়ে চলছে মহামারী করোনা ভাইরাস এর প্রকোপ, আর এই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার এখনো  তৈরী হয়নি কোন ভ্যাকসিন। আর এই  ভাইরাসের হাত থেকে বাঁচার উপায়  সচেতনতা, তাই জনগণ কে সচেতনত  করার লক্ষ্য,  আজ সোনামুড়া বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এনএস এস ইউনিট এর উদ্যোগে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় রাস্তা দিয়ে মাস্ক বিহীন  জনগণকে মাস্ক দিয়ে সচেতনতা করা হয় এবং তারপর সোনামুড়া নগর পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক এবং সেনিটাইজার বিতরণ করা হয় এবং  জনগণকে সচেতন করা হয়।


এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন,এনএস এস ইউনিট এর প্রোগ্রাম ইনচার্জ মিহিনোর আক্তার, শিক্ষক,আবদুল আল মামুন, সুন্দর আলী, এবং এনএস এস কর্মীরা। প্রোগ্রাম ইনচার্জ মিহিনোর আক্তার, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে সচেতন এবং সব সময় হাত ধোয়ে , সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার আহ্বান করেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu