ত্রিপুরার ২৮ জন শিল্পীর কণ্ঠে, সূর্য আবার হাসবে - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা, 
৩১ মে, ২০২০
রবিবার


চুরাইবাড়ি প্রতিনিধি: করোনা নামক মহামারী গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আমাদের দেশ ভারত ও করোনার বিরুদ্ধে লড়ছে। আমাদের ছোট্ট পার্বতী  রাজ্য ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় রাজ্যের তরুণ শিল্পীরা ঘরে বসেই গান তৈরি করল। গানের নাম "সূর্য আবার হাসবে"। তাতে কণ্ঠ দিয়েছেন ত্রিপুরার ২৮ জন শিল্পী। এই গানটি ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক সহ জরুরী কালীন পরিষেবায় যারা আছেন তাদেরকে উৎসর্গিত করা হয়েছে। এই গান, ভেঙ্গে না পড়ার গান। ত্রিপুরার উঠতি শিল্পীদের দেখতে পাবেন এই গানে। আমাদের রাজ্যে প্রতিভার কোন অভাব নেই। একটা মঞ্চ পেলেই রাজ্যের ছেলে মেয়েরা নিজেদের প্রমাণ করতে পারে। এই গানের কথা লিখেছেন সৈকত সরকার সুর করেছেন প্রণত চন্দ ও সুরজিৎ পাটারী। মিউজিক করেছেন তাপস ধর। গান ওয়ালা নামের একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu