৬জন মহিলা ও ৯জন শিশু সহ রবিবার আরো ১৬ জন করোনা আক্রান্ত, ত্রিপুরায় মোট আক্রান্ত ১৫২


সবুজ ত্রিপুরা,  নিজস্ব প্রতিনিধি, ১০মে : রবিবার রাজ্যে আরো ১৬ জন করোনায় আক্রান্ত হলো। এদের মধ্যে ৮৬ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফের অফিসিয়াল ১জন রয়েছেন। সাথে রয়েছেন  ৬জন মহিলা ও শিশু ৯ জন।এনিয়ে রাজ্যে মোট আক্রান্ত সংখ্যা হলো ১৫২।২ জন সুস্থ হয়ে উঠেছেন ও ২ জন লরি চালক বহিরাজ্যে রয়েছেন। বর্তমানে রাজ্যে মোট ১৪৮ জনের চিকিৎসা চলছে। রবিবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন ইতিমধ্যে কমলপুর স্থিত তৃতীয় বিএসএফ ব্যাটেলিয়নের ৭৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল । সকলে রিপোর্ট নেগেটিভ । যা রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu