২৪ মে, ২০২০
চুড়াইবাড়ি প্রতিনিধি: সোমবারে বাড়িতে বসেই নামাজ আদায় করা হবে রমজানের পর মুসলমানদের পবিত্র ঈদুলফিতর । এবার লক ডাউন থাকায় ঈদের বাজার তেমন জমজমাট হয়নি। তাতে ব্যবসায়ী মহল অখুশি নয়। ব্যবসায়ীরা ভেবেছিলেন তারা হয়ত এবার ঈদে দোকানই খুলতে পারবে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দোকান খোলার অনুমতি দেওয়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে অল্প বিস্তর কিনাবেচা হচ্ছে।
উত্তর জেলার কদমতলা বাজারের ব্যবসায়ীরা জানালেন প্রতি বছর ঈদের বাজারে তারা যা বেচাকিনা করতেন এবার তা হচ্ছে না। লক ডাউনের কারণে তারা ভেবেছিলেন এবার হয়ত দোকান খুলতেই পারবেন না। কাপড়ের দোকান, কসমেটিক্স, জুতার দোকান গুলিতে নাম মাত্র বেচাকেনা হচ্ছে তাতেও অখুশি নন ব্যবসায়ীরা। এক ব্যবসায়ীতো বলেই ফেললেন "জান হে তো জাহান হে" প্রধানমন্ত্রীর সেই ডায়লগ। ঈদে মসজিদে ৫ জন নামাজ পড়বেন আর বাকিরা বাড়িতেই নামাজ আদায় করবেন। করোনার কারণে খুশীর ঈদে ভাটার টান। বাড়িতে বসেই এবার ঈদুল ফিতর পালন করবেন মুসলমান সম্প্রদায়ের মানুষ।
উত্তর জেলার কদমতলা বাজারের ব্যবসায়ীরা জানালেন প্রতি বছর ঈদের বাজারে তারা যা বেচাকিনা করতেন এবার তা হচ্ছে না। লক ডাউনের কারণে তারা ভেবেছিলেন এবার হয়ত দোকান খুলতেই পারবেন না। কাপড়ের দোকান, কসমেটিক্স, জুতার দোকান গুলিতে নাম মাত্র বেচাকেনা হচ্ছে তাতেও অখুশি নন ব্যবসায়ীরা। এক ব্যবসায়ীতো বলেই ফেললেন "জান হে তো জাহান হে" প্রধানমন্ত্রীর সেই ডায়লগ। ঈদে মসজিদে ৫ জন নামাজ পড়বেন আর বাকিরা বাড়িতেই নামাজ আদায় করবেন। করোনার কারণে খুশীর ঈদে ভাটার টান। বাড়িতে বসেই এবার ঈদুল ফিতর পালন করবেন মুসলমান সম্প্রদায়ের মানুষ।
ছবিঃ কিশোর রঞ্জন হোড়
0 মন্তব্যসমূহ