হোম কোয়ারেন্টিন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : মুখ্যমন্ত্রী– Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা,
২৩ মে, ২০২০

সংবাদমাধ্যম: কোভিড-১৯ মোকাবিলায় আগামী ২ মাস হচ্ছে রাজ্যের কাছে অগ্নি পরীক্ষা। যে কোনও ভাবেই রাজ্যের জনগণ নিজেদের সচেতনতার পরিচয় দিয়ে এই পরীক্ষার মোকাবিলা করবে। রাজ্যের বাইরে থেকে আশা প্রত্যেক নাগরিক ও তাদের পরিবারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।






এক্ষেত্রে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। গতকাল মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব একথা দৃঢ়তার সাথে জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে, রাজ্যের সরকার রাজ্যস্তর থেকে ব্লক ও গ্রাম কমিটি স্তরে এই বিষয়ের উপর কমিটি গঠন করে নজরদারির ব্যবস্থা করেছে। কোনও কোনও ক্ষেত্রে হোম কোয়ারেন্টাইন ভাঙার অভিযোগ এসেছে। সেক্ষেত্রে কাউকেই কোনভাবে রেহাই দেওয়া হবে না।




রাজ্যবাসী সকলের ক্ষেত্রে করোনা মহামারী সংক্রান্ত এই কোয়ারেন্টাইন-এর নিয়ম পালন করা বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী আরও বলেন যে, এক্ষেত্রে সরকারের একার পক্ষে এ সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। প্রয়োজনে সমাজের সকল অংশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে একে সফল করে তুলতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu