সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১১মে : রাজ্যে বাসী এবার অনেকটাই স্বস্তির পথে এগোচ্ছে । একটা সময় ত্রিপুরা সম্পূর্ণ করোনা মুক্ত রাজ্য ছিল । আচমকা ধলাইজেলার আমবাসা স্থিত ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের দু-জন বিএসএফ জাওয়ানের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার পর থেকেই ত্রিপুরায় হু হু করে বাড়তে থাকে করোনা আক্রান্তদের সংখ্যা।
বর্তমান এই সংখ্যাটি প্রায় ১ সপ্তাহে ২ থেকে এক লাফে ১৫৪ তে এসে দাড়িয়েছে। কিন্তু সোমবার লক্ষ্য করা গেলো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন আক্রান্তের সংখ্যা ২। রাত ১০ নাগাদ মুখ্যমন্ত্রীর টুইট বার্তায় এই আভাস পেয়ে রাজ্য বাসী অনেকটাই স্বস্তি পেয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন সোমবার আমবাসায় ১৩৮ নম্বর ও ৮৬ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের অন্তর্ভুক্ত করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা স্থানীয় জনগন সহ বিএসএফ জাওয়ান দের ৭৫০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হলে সকলের করোনা নেগেটিভ রিপোর্ট আসে। এটা রাজ্য বাসীর জন্য সুখবর । মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে রাজ্যের সকল করোনা আক্রান্তরা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যাক্ত করেছেন।
0 মন্তব্যসমূহ