বাড়ানো হল লক ডাউন, চলবে ১৭ মে পর্যন্ত


সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১ মে : লকডাউনের মেয়াদ বাড়ানো হল আরও দু’‌সপ্তাহ। ৩মে দ্বিতীয় পর্বের লকডাউন শেষ হবার পর ৪ মে থেকে শুরু হতে যাচ্ছে তৃতীয় পর্বের লকডাউন। এই তৃতীয় পর্বের লকডাউন চলবে আগামী  ১৭ মে পর্যন্ত। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে  লকডাউনের মেয়াদ আরও দু’‌সপ্তাহ বাড়ানোর কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ‘‌বিপর্যয় মোকাবিলা আইন, ২০০৫ অনুযায়ী দেশে লকডাউনের মেয়াদ আরও দু’‌সপ্তাহ বাড়ানো হয়েছে।’‌ 


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে আরও খবর, করোনা পরিস্থিতি বিচার করে জোন ভিত্তিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সবুজ এবং গেরুয়া জোনগুলিতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও লাল জোন পুরোপুরি লকডাউন রাখা হবে। পাশাপাশি রেল, বিমান, মেট্রো সহ সব রকম আন্তঃরাজ্য পরিবহন বন্ধ থাকবে লকডাউন চলাকালীন। এছাড়াও স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল–রেস্তোরাঁ সিনেমা হল, মল, জিম– সব বন্ধ থাকবে। লকডাউন চলাকালীন কোনও রকম ধর্মীয়, সামাজিক কিংবা রাজনৈতিক সমাবেশে ছাড় দেওয়া হবে না। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu