নিজেদের পকেট মানি সাশ্রয় করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেলিয়ামুড়া ইউনিটের ত্রান সামগ্রী বণ্টন


সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি, ০৪ মে : লকডাউনের দিন গুলিতে মানুষজন কর্মহীন অবস্তায় যাতে খাদ্য সংকটে ভোগতে না হয় তার জন্য সরকারি বেসরকারি উদ্যোগে ত্রান সামগ্রী বণ্টন অব্যাহত। 
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেলিয়ামুড়া নগর ইউনিটের উদ্যোগে রবিবার মোহরবাড়ি এস বি স্কুল প্রাজ্ঞনে ত্রান সামগ্রী বণ্টন করা হয়। উক্ত বণ্টন অনুষ্টানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়। এ দিনে ১০০টি দুঃস্ত উপজাতি পরিবারের মধ্যে এই ত্রান  সামগ্রী বণ্টন করা হয়। ত্রান সামগ্রী গুলির মধ্যে ছিল চাল,ডাল,আলু,তৈল,লবন সহ অন্যান্য সামগ্রী পরে বিধায়িকা কল্যাণী রায় কথা প্রসঙ্গে জানান, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা নিজেদের পকেট মানি সাশ্রয় করে ওই অর্থ দিয়ে দুঃস্তদের মধ্যে ত্রান সামগ্রী বণ্টনকরে যা প্রশংসার যোগ্য।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu