বেআইনি মদের কারবারে লাগাম টানতে শুরু হলো মদের দোকান সিল



সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ২৯ এপ্রিল : দেশে চলছে লকডাউন। বর্তমানে বেশ কিছু সামগ্রীর দোকান খোলার অনুমতি থাকলেও গত ২৪ মার্চ  থেকে প্রায় ২০ এপ্রিল পর্যন্ত অত্যাবশ্যকীয় দ্রব্যাদির দোকান গুলোই খোলা ছিল। কিন্তু প্রশাসনের কঠোর নজরদারির পরেও গোটা রাজ্যেই নেশার কারবার ছিল রমরমা। লক ডাউন শুরুর প্রথম থেকেই নেশার বাজারে বিশেষত দেশি বিদেশী মদের কারবারে লাগাম টানতে সম্পূর্ণ ব্যর্থ ছিল প্রশাসন।



কিন্তু এবার রাজ্যে মদের কারবার বন্ধে নতুন নিয়ম প্রণয়ন করা হলো। বুধবার ধর্মনগরে সরকারি বরাদপ্রাপ্ত মদের দোকান গুলোতে, সরকারি নির্দেশ পেয়েই সিল করতে বেরিয়ে পরে আবগারি দপ্তর চলছে মদের দোকান গুলো সিল করার কাজ।


ছবিঃ স্বরূপ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu