রাজ্যে করোনা রোগী দুই, কদমতলায় তবুও অব্যাহত অযথা ভীড়


সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ১১ এপ্রিল : লকডাউন অমান্য করে উত্তরের কদমতলা বাজারে চলছে অবাধে বেচা-কেনা। সামাজিক দূরত্ব বজায় না রেখে একাংশ ক্রেতা ও বিক্রেতারা অযথা ভীড় জমাচ্ছে বাজারে।



            সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের নির্দেশে কদমতলা থানার ওসি প্রতিদিনের নির্দিষ্ট বাজারকে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে স্থানান্তরিত করেন। তাছাড়া প্রতিদিনই পুলিশ বাজারে টহল দিচ্ছে। কিন্তু এই উদ্যোগ ও নির্দেশকে অমান্য করে একাংশ ক্রেতা ও বিক্রেতারা একত্রিত হয়ে অযথা ভীড় তৈরি করছেন। ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যে ২ জন করোনা পজেটিভ ধরা পড়ায় রাজ্য প্রশাসন আরও বেশি সর্তকতা জারি করেছে। কিন্তু সাধারণ মানুষ সেই বিষয়ে সতর্ক হতে রাজি নয়। 



         কদমতলার মাছ বাজার এলাকাতে অযথা মানুষ ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকেন, আবার পুলিশকে দেখতে পেলেই পালিয়ে যাচ্ছেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ লাঠিচার্জ করলেও তাদের টনক নড়েনি।  তাছাড়া অধিকাংশ ক্রেতাদের অভিযোগ মাছের বাজারে মাছের মূল্য আকাশছোঁয়া। যেখানে ২০০ টাকা কেজি দরে মাছ পাওয়া যেত পূর্বে, বর্তমানে তা ৫০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu