লকডাউনে ত্রিপুরা

সবুজ ত্রিপুরা, ০২ এপ্রিল : ২১ দিনের লকডাউনে ত্রিপুরা সরকার প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। এপিএল, বিপিএল, অন্ত্যোদয়, খাদ্যসুরক্ষা এসব কার্ডধারীদের ঘরে ঘরে পৌঁছে গেছে ও যাচ্ছে চাল-ডাল ইত্যাদি। সামাজিক পেনশন যারা পেতেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টেও চলে গেছে পেনশনের টাকা। নিত্য রোজগার যাদের জীবনসঙ্গী, তাদের ঘরে অন্ততপক্ষে চাল আছে। সঠিক বিপিএল পরিবার নির্ধারিত না হওয়ার ফলে বিগত সরকারের আমলে যারা বিপিএল তালিকাভুক্ত রয়ে গেছেন, তাদের তো একেবারে পোয়া বারো! অনেক পরিবার আছেন যারা সত্যিকারেই বিপিএল, কিন্তু এখনও এপিএলভুক্ত আছেন। বর্তমান সরকার এই দুর্যোগের দিনে তাদেরকেও অর্ধেক চাল বিনামূল্যে সরবরাহ করছে। এই বিপর্যয়ের দিনে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকের ভূমিকা প্রশংসার দাবি রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu