বিষধর সাপের কামড়ে জনজাতি মহিলার অবস্থা আশঙ্কা জনক



সবুজ ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি, ২৭ এপ্রিল : বিষধর সাপের কামড়ে এক জনজাতি মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনা মঙ্গিয়াকামী  থানাধীন ৩৫ মাইল এলাকায়। 

সংবাদে সুত্রে জানা যায়, সকাল নয়টা নাগাদ মঙ্গল লক্ষ্মী দেববর্মা নামের এক জনজাতি মহিলা, বাড়ীর পাশেই জঙ্গলে যান কাঠ কাটতে । তখনি ঐ মহিলাকে কোন কিছু একটা কামড় দেয় যা উনি সাথে সাথে বুঝে উঠতে পারেননি। কিছুক্ষণ পর যন্ত্রণা নিয়ে বাড়িতে ফিরে এসে পরিবারের অনান্য সদস্যদের এই ঘটনা জানালে উনাকে সাথে সাথেই নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । 


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ব্যথা যন্ত্রণার কারণ খুঁজতে গিয়ে বিষধর সাপে কেটেছে বলে জানান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উনাকে আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu