সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ৬ এপ্রিল :
রাজ্যে প্রথম কোরনা আক্রান্ত রোগী ধরা পরল । নিজের টুইটারে এক টুইট এর মাধ্যমে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীবিপ্লব কুমার দেব।
আক্রান্ত রোগী রাজ্যের গোমতি জেলার, উদয়পুরের গোকুলনগরের। তিনি গৌহাটি থেকে ১৮মার্চ রাজ্যে ফিরেন। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসায় আছেন।
নিজের টুইটে রাজ্যের জনগনকে আতঙ্কিত না হবার জন্য বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী।
তিনি আরও জানান সরকার সমস্ত রকম ভাবে কোরনা মোকাবিলায় প্রস্তুত আছে।
0 মন্তব্যসমূহ