লকডাউনে গ্রামের তাজা সবজি বিতরণ করলো ধর্মনগরের" আর্থ কি ফাউন্ডেশন"


সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ২৫ এপ্রিল :  ধর্মনগর কামেশ্বরের " আর্থ কি ফাউন্ডেশন" সামাজিক সংস্থাটি প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে। এবারো সমগ্রে বিশ্বে যখন করোনা অতিমারি চলছে তখনো এই অতিমারির ফলে সমস্যা গ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়ালো এই " আর্থ কি ফাউন্ডেশন"-র সদস্যরা। 

করোনা মোকাবিলায় কিছুদিন পূর্বে এই সামাজিক সংস্থাটির কামেশ্বর এলাকায় বাড়ি বাড়ি সেনিটাইজার জেল বিতরণের করে ছিল। তারপর আবারো  শনিবার  এই এলাকার প্রায় ২০০ পরিবারের কাছে গ্রামের তাজা সবজি তুলে দেওয়া হল " আর্থ কি ফাউন্ডেশন"এর উদ্যোগে। 



এই সংকটময় পরিস্থিতিতে  বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা  সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন মানুষের পাশে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছে। নিত্য প্রয়োজনীয় চাল ডালের সাথে সাথে  " আর্থ কি ফাউন্ডেশন"এই সবজি বিতরণও খুব প্রয়োজনীয় উদ্যোগ বলে সবাই মনেকরছেন।
ছবিঃ স্বরূপ ঘোষ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu