নেশা সামগ্রী সহ ১ ব্যক্তিকে আটক করল পানিসাগর পুলিশ



সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ১২ মার্চ :-  এক গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে বড়োসড়ো সাফল্য পেল উত্তর জেলার পানিসাগর থানার পুলিশ। 


      ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল দুপুর ১২:০০ টা নাগাদ পানিসাগর বাজার সংলগ্ন এলাকা থেকে পিবি-০৬ভি-০৮২০ নম্বরের একটি চৌদ্দ চাকার ট্রাক গাড়ি থেকে ১৮টি প্যাকেটে মোট ১৮০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে। পাশাপাশি আটক করা হয় গাড়িচালক আমনদীপ সিং(৩০), পিতা - দলবীর সিং, বাড়ি - পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুরের প্রেমনগরে।

বহিঃরাজ্যের যুবক আটক পানিসাগরে। এই ট্রাক গাড়িতে করে পাচার করছিল গাঁজা। ছবি : রমাকান্ত দেবনাথ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লরিচালক জানায় যে, গাঁজাগুলি সে আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এক সাক্ষাতে পানিসাগর থানার ওসি শ্রী সৌগত চাকমা জানান, আটককৃত গাঁজাগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকার মতো। ধৃত চালককে আজ ধর্মনগর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন : বড়হলদী নাকা গেটে পুলিশের জালে নেশা সামগ্রী গাঁজা সহ আটক ১ ব্যক্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu