ধর্মনগর সুপার মার্কেট


সবুজ ত্রিপুরা, ১১ মার্চ : বাম জমানায় নির্মিত ধর্মনগর সুপার মার্কেটের আরেক নাম সুপার গোডাউন বললেও অত্যুক্তি হবে না। ত্রিপুরার প্রতিটি শহর কিংবা গ্রাম-গঞ্জের হাটে-বাজারে খুব সুপরিকল্পিতভাবে একটি করে মাছের বাজার এবং সবজির শেড গড়ে উঠছে। ব্যতিক্রম ধর্মনগর। ধর্মনগর বাজার এলাকায় যে প্রশস্থ জায়গা আছে, এমন ত্রিপুরার আর কোথাও নেই। অথচ সঠিক পরিকল্পনার অভাবে সুপার মার্কেট নামক দালানটির পুরো জায়গাটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমান বিজেপি জোট সরকারের তত্ত্বাবধানে ধর্মনগর পুর পরিষদ সুপার মার্কেটের দু'দিক খুলে দেওয়ার কাজ হাতে নিয়েছে, যাতে খদ্দেররা এই বাজারে প্রবেশ করতে পারে। খুব ভালো উদ্যোগ! এখনও সময় আছে; সঠিক পরিকল্পনা করে যদি সংস্কার করা হয়, তাহলে ক্রেতারা অবশ্যই বাজারে প্রবেশ করতে পারবেন এবং দোকানীরাও এতে উপকৃত হবেন।


আরও পড়ুন : বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স্‌

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu