ধর্মনগর উত্তর জেলা পুলিশের হাতে আটক বাংলাদেশের কট্টর জঙ্গি



সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ১৯ মার্চ : বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জে এন বি-র এক কট্টর সদস্য কে আটক করল ধর্মনগর থানার পুলিশ।বুধবার দুপুর নাগাদ ধর্মনগর থানার পুলিশ মিলিটারি ইন্টেলিজেন্স এর খবরের ভিত্তিতে ধর্মনগর থানাধিন ভাগ্যপুর এলাকা থেকে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনের কট্টর সদস্য কে আটক করে, ধৃতের নাম আবদুল মালেক [৩৫] বাংলাদেশের সে মৌলবিবাজারের বাসিন্দা।জানাগেছে বাংলাদেশের বিভিন্ন থানায় তার নামে বিভিন্ন মামলা রয়েছে।


এই বিষয়ে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান আবদুল মালেক বেশ কিছুদিন যাবত উত্তর জেলাতেই ছিল, ভারতে বসবাসের বিভিন্ন নকল  কাগজ পত্র বানানোর পরিকল্পনায় ছিলো সে। আবদুল মালেকের কাছ থেকে বিভিন্ন জালি কাগজ পত্র উদ্ধার করেছে পুলিশ।ধৃত কে টানা জিঞ্জাসাবাদ চাল্লাছে পুলিশ,তবে তদন্তের সার্থে পুলিশ এখনও বিস্তারিত কিছু বলতে চাইছে না।



আরও পড়ুন : চুড়াইবাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা সহ আটক এক ব্যক্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu