সবুজ ত্রিপুরা, নিজস্ব
প্রতিনিধি, ১৯ মার্চ : আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য
পেল উত্তর জেলা পুলিশ।গতকাল ধর্মনগর
থানার অন্তর্গত রাজবাড়ী এলাকার দূর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকা থেকে ৬,০০০ ইয়াবা ট্যাবলেট
সহ এক নেশা কারবারিকে আটক করলো পুলিশ।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় উত্তর জেলার
পুলিশ অধীক্ষক শ্রী ভানুপদ চক্রবর্তীর নিকট গোপন সূত্রে খবর আসে, একজন অজানা ব্যক্তি হাতে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঘোরাঘুরি করছে। তৎক্ষণাৎ পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী
নিয়ে ঐ এলাকা ঘেরাও করেন এবং সাদেক আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে ৬,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ধৃতের বাড়ি কদমতলা থানাধীন মধ্য রাজনগর কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
![]() |
ইয়াবা ট্যাবলেট সহ তার কারবারি পুলিশের হেফাজতে। ছবি : স্বরূপ ঘোষ। |
এই অভিযানে উত্তর ত্রিপুরার পুলিশ
সুপার ছাড়াও ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সুত্রধর উপস্থিত ছিলেন। ধৃতকে পুলিশ আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে ও টানা জিজ্ঞাসাবাদ চালায়। পুলিশের
ধারণা, সে আন্তর্জাতিক নেশা পাচারকারীর সাথে যুক্ত থাকতে পারে।
0 মন্তব্যসমূহ