মশা নিধন জরুরী


সবুজ ত্রিপুরা, ২১ মার্চ : মশার উপদ্রবে ধর্মনগরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। মশার এত বাড়বাড়ন্ত বিগত দিনগুলোতে কখনও দেখা যায় নি। একটু ফাঁকফোকর পেলেই ঝাঁকে ঝাঁকে ঘরে প্রবেশ করছে; কোনও রকমভাবে এদের তাড়ানো সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য দপ্তর বা পুর পরিষদ থেকেও মশা তাড়ানো বা নিধনের কোনও উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। আমাদের দেশের প্রশাসনিক ব্যবস্থা হল - রোগ ছড়ানোর আগে কোনও প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করা হয় না, কিন্তু যখন রোগ ছড়িয়ে পড়ে তখন প্রশাসনিক কর্মকর্তাদের ঘুম ভাঙ্গে। শহরের নালাগুলো মশার আঁতুড়ঘর; রাস্তায় রাস্তায় বসানো আবর্জনার পাত্রগুলো মশার গোডাউনে পরিনত হয়েছে। জরুরী ভিত্তিতে মশা নিধনের ব্যবস্থা না করলে ম্যলেরিয়া বা ডেঙ্গুর মতো রোগ যে কোনও সময় শহরে ছড়িয়ে পড়তে পারে। কাজেই এই শহরে বর্তমানে করোনার সচেতনতা প্রচার থেকেও জরুরী হল ভয়ঙ্কর মশাবাহিত রোগের প্রতিরোধ ঘটানো।


আরও পড়ুন : ধর্মনগর সুপার মার্কেট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu