সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ২৯ মার্চ : উত্তর জেলার পানিসাগর মহকুমার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শ্রীব্রিক ইন্ডাস্ট্রির কর্ণধার রত্নজিৎ পুরকায়স্থ, পিতা-মৃত সুশীল পুরকায়স্থ, গতকাল দুপুর দুই ঘটিকায় পানিসাগরের মহকুমাশাসক শ্রীমতী লাল নুননেইমি ডার্লং-এর নিকট মোট দশ কুইন্টাল চাল এবং ২৪০ কিলো মুশুর ডাল প্রদান করেন। উনার ব্যক্তব্য উনার এই ক্ষুদ্র দানে যদি বর্তমান পরিস্থিতিতে থাকা অসচ্ছল পরিবারের কিছুটা হলেও উপকারে আসে, তাহলে তিনি নিজেকে গর্বিত মনে করবেন।
উনার এই মহৎ দানের ভুয়সী প্রশংসা করেন পানিসাগর মহকুমা প্রশাসনের আধিকারিকবৃন্দ। কারন করোনা আতঙ্কের জেরে জনজীবন বিপর্যস্ত হলেও সুযোগ বুঝে মহকুমার একাংশ পুজিপতিরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য প্রায় দের গুন দরে বিক্রি করে জনগনের পকেট কাটতে মরিয়া হয়ে উঠেছে।যদিও এই নিয়ে পানিসাগর মহকুমা প্রশাসন ও পানিসাগর মিডিয়া সেলের কর্মীরা তৎপরতার সহিত স্হানীয় বাজার গুলির উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছে।
0 মন্তব্যসমূহ