সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ৩১ মার্চ : করোনার কারণে লকডাউনে গোটা দেশ এখন বিপদগ্রস্ত। এর মোকাবিলা করে দেশকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। এছাড়াও দেশের প্রতিটি রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেও সাধারণ মানুষের স্বার্থে দান করছেন।
করোনা সংক্রমণ থেকে দেশকে বাঁচাতে গোটা দেশের পুলিশ প্রশাসন কর্তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাই তাদের প্রতি ধ্যান রেখে উত্তর জেলার ধর্মনগরের ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্লাউড ৯৯ ধর্মনগর ট্রাফিক দপ্তর, ধর্মনগর থানা ও ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালের রোগীদের মধ্যে আজ ফল ও জল বিতরণ করল। এই বিপর্যয়ের সময়ে মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন ক্লাউড ৯৯-এর কর্তৃপক্ষ।
ছবি সৌজন্যে : স্বরূপ ঘোষ।
0 মন্তব্যসমূহ