উত্তর জেলার আরক্ষা দপ্তরের উদ্যোগে প্রতিদিন মধ্যাহ্ন ভোজের আয়োজন জেলা হাসপাতালে


সবুজ ত্রিপুরানিজস্ব প্রতিনিধি২৭ মার্চ : লকডাউনের কারনে ইতিমধ্যে সর্বত্রই যান চলাচল যেমন বন্ধ হয়ে রয়েছে, ঠিক তেমনি দোকানপাটও পর্যাপ্ত পরিমাণ খোলা নেই। ফলে ধর্মনগরের উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে চিকিৎসাধিন গ্রাম-পাহাড়ের বহু রোগীর আত্মীয় পরিজনেরা কিছু দিন যাবত প্রায় অভুক্ত হয়েই দিন কাটাচ্ছেন।


           তাই আজ শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরার জেলা হাসপাতালে রোগীর সাথে আসা আত্মীয়-পরিজনদের খাবারের ব্যবস্থা করা হলো।  উত্তর জেলার পুলিশ অধীক্ষক শ্রী ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতেই শুক্রবার দুপুরে হাসপাতাল চত্বরে খাবার পরিবেশন করা হয়। এছাড়াও এই সময় উপস্থিত ছিলেন,  জেলার অতিরিক্ত পুলিশ অধীক্ষক শ্রী ফ্রান্সিস ডার্লং, মহকুমা পুলিশ আধিকারিক শ্রী রাজিব সুত্রধর সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।


         মাননীয় জেলা পুলিশ অধীক্ষক জানিয়েছেন, জেলা পুলিশের পক্ষ থেকে লক ডাইন চলাকালীন প্রতিদিন দুপুরেই রোগীর সাথে আসা আত্মীয়-পরিজনদের মধ্যাহ্নভোজের  ব্যবস্থা করা হয়েছে ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu